ইসকন ( ISKCON ) বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ( ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস ) হলো একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান যা গৌড়ীয় বৈঞ্চব মতবাদের অনুসারী। অভয়রনণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ নিউইয়র্ক শহরে ১৯৬৬ সালে এ সংঘটি প্রতিষ্ঠা করেন।
আধ্যাত্মিক সমাজে ”ইসকন হরেকৃষ্ণ” আন্দোলন নামেও পরিচিত। এর ভক্তরা দুগ্ধ শাকাহারে বিশ্বাস করে , এ আন্দোলনের অনুসারীরা ভক্ত নামে পরিচিত। তাদের কর্ম ও চিন্তা কৃষ্ণের প্রতি নিবেদন করে ও তারা কৃষ্ণকে স্বংয় সর্বোচ্চ ব্যক্তি মনে করে।
সোভিয়েত ইউনিয়নের পতের পর রাশিয়া ও পূর্ব ইউরোপের প্রাক্তন সোভিয়েত সংশ্লিষ্ট দেশ গুলোতে ইসকনের প্রসার ঘটলেও ভারতে ইসকনের প্রসার অতি দ্রুত ঘটে।
ইসকন প্রতিষ্ঠায় অনেক সনাতনী ধর্মীয় নেতারা বিরোধিতা করলেও আমেরিকার কিছু ইহুদি ও খ্রিস্টান নেতাদের সহযোগিতায় ও সমর্থনে ইসকন প্রতিষ্ঠা লাভ করে। যার জন্য অনেকে ইসকনকে ইহুদিদের সংগঠন বলে দাবী করেন।
ইসকনের চারটি মৌলিক নীতি :
- ল্যাক্টো নিরামিষ জাতীয় খাদ্য কৃষ্ণ প্রসাদ হিসাবে গ্রহণ করা।
- নেশা জাতীয় দ্রব্য যেমন – অ্যালকোহল, সিগারেট বা অন্য কোন মাদক দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকা।
- জুয়া না খেলা এবং
- অবৈধ যৌনাচার থেকে বিরত থাকা। এই চারটি মৌলিক বিধি ও নিয়ম অনুসরণ করেন ইসকন ভক্তরা।