দা.বা. এর অর্থ কি

দা.বা. = ”দামাত বারাকাতুহুম” অর্থ্যাৎ তার কল্যাণসমূহ স্থায়ী হোক। এছাড়াও এটি একজন আলেমের প্রতি সম্মানসূচক অভিব্যক্তি হিসেবেও ব্যবহার করা হয় অর্থ্যাৎ যার অর্থ আল্লাহ তার বরকত দীর্ঘস্থায়ী করুন।

.https://www.daarika.com

দা.বা. এর গাঠনিক অর্থ : দামাত বারাকাতুহুম।

দামাত বারাকাতুহুম দুইটি আরবি শব্দ দ্বারা গঠিত , যার একটি শব্দ দামাত যার শাব্দিক অর্থ স্থায়ী, আর বারাকাতুহুম” এটা বারকত শব্দের বহুবচন যার শাব্দিক অর্থ কল্যাণময়। অর্থ্যাৎ এটি এক প্রকার দোয়া যার পারিভাষিক অর্থ দাঁড়ায় স্থায়ীভাবে অগণিত কল্যাণ বর্ষিত হওয়ার জন্য দোয়া করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *