ভাষা আন্দোলনের প্রথম শহীদ
(ক) রফিক উদ্দিন
(খ) শফিউর রহমান
(গ) আব্দুস সালাম
(ঘ) আবুল বরকত
.
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ এর সম্মেুখের রাস্তায় ১৪৪ ধারা ভেঙ্গে ছাত্র-জনতা মিছিল প্রদর্শন করলে পুলিশ ছাত্র- জনতার উপর গুলি বর্ষণ করে এতে ঘটনাস্থলে মাথায় গুলি বৃদ্ধ হয়ে রফিক উদ্দিন শহীন হন।