পানামা , পানামা খাল

পানামা , পানামা খাল

জাহাজ চলাচলের জন পানামা প্রজাতন্ত্রের ইস্থমাসে নিমীর্ত একটি খাল হলো পানামা খাল। পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। ইস্থমাস বলতে সরুভূমিকে বোঝায় যা দুটি বড় ভূখন্ডকে সংযুক্ত করে যার অন্য দু’পাশে পানি থাকে। পানামা খাল মানুষের তৈরি এক বিস্ময়। এ খালের খনন কাজ শুরু হয় ১৯০৪ সালে এবং শেষ হয় ১৯১৩ সালে আর উদ্বোধন করা হয় ১৯১৪ সালে। পানামা খালের দৈর্ঘ্য ৮০ কিলোমিটার গভীরতা ১২ থেকে ১৫ মিটার প্রস্থ ৩০ থেকে ৯১ মিটার। পানামা প্রদেশের মধ্য দিয়ে ১৮৮১ সালে ১ জানুয়ারি কলম্বিয়া সর্ব প্রথম পানামা খাল নির্মাণ করার প্রচেষ্টা শুরু করেন। প্রথমে ফ্রান্স পানামা খাল খনন শুরু করলে নানা কারনে প্রায় ২০ হাজার শ্রমিক মারা যায়, শ্রমিক মারা যাওয়ার অন্যতম কারণ ছিলো ভারী বর্ষণ, আর্দ্রতা ও নানা প্রকার রোগ এর ফলে খাল খনন বন্ধ হয়ে যায়। পরে আমেরিকা তার কারিগরী দক্ষতা দিয়ে পুনরায় খনন কাজ শুরু করলেও তাদের প্রায় ৫ হাজার ৬ শত শ্রমিক মারা যায়। যদিও ফ্রান্স খালটির খনন কাজ শুরু করে কিন্তু নানা প্রতিবন্ধকতার কারনে তারা ১৮৮৮  সালে আমেরিকার কাছে পানামা খাল খনন প্রক্লপটি বিক্রি করে দেয়। পরে ১৯০৪ সালে  পুনরায় আমেরিকা খাল খনন শুরু করে শেষ করে ১৯১৪ সালে।

https://www.daarika.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *