বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয় কোন স্থানকে

বাংলাদেশের ফুলের রাজধানী

(ক) সাভার

(খ) শাহবাগ

(গ) ত্রিশাল

যশোর জেলার ঝিকরগাছাকে বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয়। কেননা এখান থেকে প্রায় ৮০% ফুল সরবরাহ করা হয়।

তবে এটাও লেখা যায়: যোশর জেলার ঝিকরগাছার গিদখালি এলাককে বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয়।

বাংলাদেশের জাতীয় ফুল কি?

উত্তর: বাংলাদেশের জাতীয় ফুল শাপলা।

বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে ?

(খ) দুবাই

(গ) লন্ডন

(ঘ) সিডনি

·  আমেরিকা (United States of America) – রাজধানী ওয়াশিংটন ডিসি, তবে নিউইয়র্ককে বলা হয় Big Apple বা “বিশ্বের রাজধানী”।

·  ইতালি (Italy) – রাজধানী রোম (Rome)

·  ইংল্যান্ড (England) – রাজধানী লন্ডন (London)

·  জাপান (Japan) – রাজধানী টোকিও (Tokyo)

লাউকে ইংরেজিতে কি বলে? https://www.daarika.com/?p=2726

ক্রিস্টিনা কোন দেশের রাজধানী ?

(ক) ক্রোয়েশিয়া

(গ) জর্জিয়া

(ঘ) মেসিডোনিয়া

সংক্ষেপে কসোভো:

 ইউরোপের বলকান অঞ্চলের একটি রাষ্ট্র কসোভো, এটি পূর্বে সার্বিয়ার একটি প্রদেশ ছিলো। ১৯৯৯ সাল থেকে প্রদেশটি জাতিসংঘ প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় প্রদেশটির উপর সার্বিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়েছে, কার্যত এটির উপর সার্বীয় শাসনের প্রয়োগ নগণ্য। ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে এটি স্বাধীনতা ঘোষণা করে।মার্কিন যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য সহ বেশ কিছু দেশ কসোভোকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। এ পর্যন্ত জাতিসংঘের ১৯৩ টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১১৫ টি রাষ্ট্র কসোভো কে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।https://bn.wikipedia.org/wiki/%E0%A6%95%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%AD%E0%A7%8B

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *