
(ক) দোলনচাঁপা
(খ) সর্বহারা
(গ) অগ্নিবীণা
(ঘ) সঞ্চিতা
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’। তবে দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ হলো অগ্নিবীণা। বারটি কবিতার সমাহারে কলকাতার আরয পাবলিশিং হাউস থেকে ১৯২২ সালের অক্টোবর মাসে প্রকাশিত এই কাব্যের অন্যতম ও জনপ্রিয় কবিতা ‘বিদ্রোহী’। কাব্যটির প্রথম সংস্করণ প্রচ্ছদ পরিকল্পনায় ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। গ্রন্থটি উৎসর্গ করা হয় ব্রিটিশবিরোধী বাঙালি বারীন্দ্রকুমার ঘোষকে।
১. কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়?
ক) কুষ্টিয়া
খ) চুয়াডাঙ্গা
গ) ময়মনসিংহ
ঘ) বর্ধমান ✔️
২. কাজী নজরুল ইসলামের জন্ম সাল কত?
ক) ১৮৯৫
খ) ১৮৯৯
গ) ১৮৯৮ ✔️
ঘ) ১৯০০
৩. কাজী নজরুল ইসলামের উপাধি কী?
ক) বিদ্রোহী কবি ✔️
খ) জাতীয় কবি
গ) বিশ্বকবি
ঘ) জনতার কবি
৪. বাংলাদেশসরকারেরঘোষিত‘জাতীয়কবি’ কে? বাংলাদেশের সবচেয়ে ছোট নদী কোনটি? https://www.daarika.com/?p=2668
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম ✔️
গ) জীবনানন্দ দাশ
ঘ) সুকান্ত ভট্টাচার্য
৫. নজরুলের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক) সঞ্চিতা
খ) অগ্নিবীণা ✔️
গ) দোলনচাঁপা
ঘ) সর্বহারা
৬. ‘বিদ্রোহী’ কবিতাটি কোন গ্রন্থে অন্তর্ভুক্ত?
ক) দোলনচাঁপা
খ) সাম্যবাদী
গ) অগ্নিবীণা ✔️
ঘ) সঞ্চিতা
৭. নজরুল কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
ক) মোহাম্মদী
খ) নবযুগ
গ) ধূমকেতু ✔️
ঘ) সওগাত
৮. নজরুলের উপন্যাস কোনটি?
ক) বাঁধনহারা ✔️
খ) মরুতীর্থে কাবা
গ) কুহেলিকা
ঘ) জননীর গান
৯. কাজী নজরুল ইসলামের মৃত্যু কোথায় হয়?
ক) ঢাকা ✔️
খ) কলকাতা
গ) কুমিল্লা
ঘ) চট্টগ্রাম
১০. “চল চল চল” গানটি কোন আন্দোলনের প্রতীক?
ক) ভাষা আন্দোলন
খ) স্বাধীনতা আন্দোলন
গ) সামরিক বাহিনীর রণসঙ্গীত ✔️
ঘ) কৃষক আন্দোলন https://bn.wikipedia.org/wiki/%E0%A6%85%E0%A6%97%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%80%E0%A6%A3%E0%A6%BE_(%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A5)
সংক্ষিপ্ত প্রশ্ন (Short Questions)
১. কাজী নজরুল ইসলামের ডাকনাম কী ছিল?
— দুখু মিয়া।
২. নজরুল কোন সালে বাংলাদেশে আসেন?
— ১৯৭২ সালে।
৩. কাজী নজরুল ইসলামের স্ত্রীর নাম কী?
— প্রমীলা দেবী।
৪. কোন কবিতার জন্য নজরুল ‘বিদ্রোহী কবি’ উপাধি পান?
— ‘বিদ্রোহী’ কবিতা।
৫. ‘অগ্নিবীণা’ গ্রন্থ প্রকাশিত হয় কত সালে?
— ১৯২২ সালে।